ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসার দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৩ আগস্ট) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোগীদের বিনামূল্যে চিকিৎসার কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান মন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
ডা. সেন বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (শনিবার) থেকে আউটডোরে শুরু হয়েছে রোগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। চলবে ৭ দিন।
এছাড়া এ দিবস উপলক্ষে আরও বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে ইনস্টিটিউট। মাসব্যাপী থাকছে কালো ব্যাচ ধারন। ১৫ আগস্ট রোগীদের দেওয়া হবে উন্নতমানের খাবার।