Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি মন্ত্রী আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৯:৩১

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন। সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় কামিয়েছে। তাদের কোনো অভাব নেই।

শনিবার (১৩ আগস্ট) এলডিপির কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ড. মো. আবু জাফর সিদ্দিকীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই।

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মো. আব্দুল হাই নোমান, মো. জসিম উদ্দিন চৌধুরী ও মো. ফেরদৌস ফাহিমও জাতীয় পার্টিতে যোগ দেন।

সারাবাংলা/এএইচএইচ/এএম

গোলাম মোহাম্মদ কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর