Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বছর পর চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রার আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ২০:১৩

চট্টগ্রাম ব্যুরো: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে দুই বছর বন্ধ থাকার এবার আবারও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার পাশাপাশি পাঁচ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, পাঁচদিনের আয়োজনের মধ্যে আছে- আগামী ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ অনুষ্ঠান। এদিন চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জন্মাষ্টমীর অনুষ্ঠান উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেন। সন্ধ্যা ৭টায় ধর্ম সম্মেলনের উদ্বোধন হবে।

এরপর দিন ১৯ আগস্ট সকাল ৯টায় শোভাযাত্রা বের হবে নগরীর আন্দরকিল্লা চত্বর থেকে। শোভাযাত্রার উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। দুপুর ১টায় মাতৃসম্মেলনে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সন্ধ্যায় ধর্ম সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাত ১২টায় জন্মাষ্টমী পূজা।

আগামী ২০ ও ২১ আগস্ট জে এম সেন হল প্রাঙ্গণে মহানামযজ্ঞ হবে। ২২ আগস্ট মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে দুর্গাপূজার সময় গুজব ছড়িয়ে পূজামণ্ডপে হামলা, সম্প্রতি নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার সরকারকে জুতার মালা পরিয়ে হেনস্থা এবং সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির উত্থান প্রতিরোধের দাবি জানানো হয়েছে সরকারের কাছে।

সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন, প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, শোভাযাত্রা কমিটির আহবায়ক মাইকেল দে, পরিষদ কর্মকর্তা তপন কান্তি দাশ, আশুতোষ সরকার, তাপস কুমার নন্দী, আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, সুমন দেবনাথ, সুভাষ গুহ, তুহিন রায়, বিধান মিত্র, রতন আচার্য্য, সজল দত্ত, এস প্রকাশ পাল, বিদ্যুৎ ভূষণ দাশগুপ্ত, সমীরণ মল্লিক, নিউটন মজুমদার, মৌসুমী চৌধুরী, নন্দিতা দাশগুপ্তা, তিশা চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম জন্মাষ্টমীর শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর