জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম: রওশন এরশাদ
১৪ আগস্ট ২০২২ ১৮:৩৮
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক বাণীতে তিনি এই শ্রদ্ধা জানান।
রোববার (১৪ আগস্ট) এক শোক বাণীতে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাঙালির করুণার্দ্র শোকগাথার দুঃসহ মাসের নাম আগস্ট। বাংলাদেশ ও বাঙালির বিভিন্ন ঐতিহাসিক দিবসের প্রায় সবই অর্জনের, গৌরবের; কিন্তু জাতীয় শোক দিবস হারানোর দিন, কলঙ্কের দিন। এই দিনে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে সপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তার ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তারই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।’
শোকাবহ এদিনে একটি সুখি-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পরম করুণাময় আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন বিরোধীদলীয় নেতা।
সারাবাংলা/এএইচএইচ/একে