Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানি-রফতানিতে প্রধান বাধা এনবিআর: বিকেএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৮:৫১

মোহাম্মদ হাতেম

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশে আমদানি রফতানির প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

রোববার (১৪ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত সেমিনার তিনি এ কথা বলেন।

বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমাদের আমদানি-রফতানির প্রধান বাধা হচ্ছে এনবিআর ও কাস্টমস। আমাকে প্রায় প্রতিদিনই চট্টগ্রাম কাস্টমস, ঢাকা কাস্টমস ও উত্তর-দক্ষিণের কাস্টমসের কমিশনারকে ফোন দিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করতে হয়। নানা অজুহাতে গাড়ি ও পণ্য আটকে রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘এই জ্বালাতন কেন হবে? অপকর্ম যারা করেন তাদের ধরেন। অপকর্মকারীদের ধরেন, দৃষ্টান্তমূলক সাজা দেন। আমাদের আপত্তি নেই। বন্ড অপব্যবহারকারীদের সাজা দিয়ে সারাজীবনের জন্য বন্ধ করে দেন, আপত্তি নেই।’

ডিসিসিআই অডিটোরিয়ামে বেসরকারি খাতের দৃষ্টিতে ২০২১-২২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন ২০২২) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিমনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এনএস

এনবিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর