Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ কোটি মানুষকে দরিদ্র রেখে বেহেশতে থাকা যায় না: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৯:০৭

ঢাকা: জনগণের দুর্দিনে ও সামষ্টিক অর্থনৈতিক সংকটে সরকারকে ‘ক্ষতিকর’ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে সাড়ে তিন কোটির মত মানুষ দারিদ্র্যসীমার নিচে (সরকারী হিসাবে) আর চার কোটির মতো মানুষ দরিদ্র হওয়ার চরম ঝুঁকিতে। নিদারুণ যন্ত্রণাদায়ক জীবনব্যবস্থায় ‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’ বলা কোনোক্রমেই বিপদগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা বোঝায় না এবং এতে দেশের প্রকৃত চিত্রও প্রতিফলিত হয় না। বরং অঢেল সম্পদ বা ক্ষমতার অধিকারীদের এরকম উক্তি অসহায় ও নিঃস্ব দেশবাসীর প্রতি বিবেকবর্জিত অবজ্ঞা, অবহেলা প্রদর্শন ও বিদ্রূপের শামিল।’

বিজ্ঞাপন

রোববার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আ স ম রব বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য যখন সরকার আইএমএফ সহ বিশ্বের বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ঋণ ভিক্ষা করে বেড়াচ্ছে তখন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে বলা কোনোক্রমে বিবেচনাপ্রসূত বক্তব্য নয়। এ সব বক্তব্য জনজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। জনগণের সঙ্গে শাসকদের সম্পর্ক না থাকায় রাজনীতিতে নৈরাজ্যের জন্ম দিচ্ছে। এটি কোনোক্রমেই সুস্থ রাজনীতির জন্য মঙ্গলজনক নয় ‘

রব বলেন, ‘সরকারের গণবিমুখিতার মনোবৃত্তি ও সমাজের প্রতি চৈতন্যবোধ খুবই দুর্বল। এ ধরনের রাজনীতির মাধ্যমে সরকার নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে।’

ডলার বাজার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আমদানিতে কড়াকড়ি আরোপ, কৃষি উৎপাদনে ভর্তুকি ও হতদরিদ্র গরিব মানুষকে খাদ্য সহায়তা দিতে রেশনিংয়ের আওতা বাড়ানোর উদ্যোগ গ্রহণের দাবি জানান আ স ম রব।

সারাবাংলা/এএইচএইচ/একে

আ স ম রব জেএসডি রব

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর