‘জিয়া খুনিদের বলেছিলেন— সাকসেসফুল হতে পারলে সঙ্গে আছি’
১৪ আগস্ট ২০২২ ২১:৩৭
চট্টগ্রাম ব্যুরো: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সেনাশাসক জিয়াউর রহমানকে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার ‘ইন্ধনদাতা’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘খুনিদের জিয়া বলেছিলেন- তোমরা যদি সাকসেসফুল হতে পার তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। এর অর্থ হচ্ছে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ ইন্ধন ছিল।’
রোববার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মোশাররফ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। অথচ একাত্তরের পরাজিত শক্তির প্রত্যক্ষ ইন্ধনে কিছু বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বিশ্ববাসীর কাছে বাঙালিকে কলঙ্কিত করেছে। বঙ্গবন্ধুকে পাকিস্তানীরা হত্যা করতে সাহস পায়নি, বঙ্গবন্ধুও বিশ্বাস করতেন কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে না। অথচ নিয়তির নির্মম পরিহাস বঙ্গবন্ধুকে বাঙালির হাতেই প্রাণ দিতে হয়েছে।’
‘প্রশ্ন হচ্ছে- বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ ইন্ধন ছিল কি না? আমি বলব, অবশ্যই ছিল। কারণ ষড়যন্ত্রকারীরা তাকে বঙ্গবন্ধুকে উৎখাত করার কথা বলেছিল। জিয়া বলেছিলেন- তোমরা যদি সাকসেসফুল হতে পার তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। এর অর্থ কী দাঁড়ায় ? সেদিন জিয়াউর রহমান প্রস্তুত ছিলেন তিনি একটা কিছু ঘটিয়ে ফেলবেন, পরিস্থিতির মওকা নিয়ে তিনি এই দেশকে আবার পাকিস্তান বানাবেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ঠিক তা-ই করেছেন এবং তার উত্তসূরী স্ত্রী বেগম খালেদা জিয়া একই কাজটি আরও ভালোভাবে করতে চেয়েও ব্যর্থ হয়েছেন।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম নিয়ে দৃশ্যমান যে সংকট, সেটা সাময়িক। কিন্তু বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা বৈধ ও সাংবিধানিকভাবে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।’
নগরীর কাজীর দেউরীতে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমন্ডলীর সদস্য জালাল উদ্দীন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, কামাল উদ্দীন আহমদ, বিজয় কিষাণ চৌধুরী, আব্দুল লতিফ টিপু।
সারাবাংলা/আরডি/এমও