Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১০:৫৬

দিনাজপুর: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী এবং ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার। সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ‘জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমস অফিস বন্ধ রয়েছে। যে কারণে আমদানি-রফতানি বন্ধ। অন্যদিকে, ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস সে কারণে ভারতীয় রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দিয়েছেন। ফলে বন্দরের আমদানি-রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর