Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জি এম কাদেরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১৩:৪৪

ঢাকা: চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে আন্দোলনরত চা শ্রমিকদের দাবির যৌক্তিকতা ও তা মেনে নিতে আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিত। বিবেকহীন শোষণে ধংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন।’

অবিলম্বে চা শ্রমিকদের সব অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সারাবাংলা/এএইচএইচ/এমও

চা শ্রমিক জি এম কাদের টপ নিউজ ন্যায্য দাবি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর