Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দি গান বাজিয়ে শোক দিবস পালনের ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১৪:৫২

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে ওই স্কুলের বারান্দায় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ওই বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনে বিদ্যালয় কর্তৃপক্ষ দু’টি বড় সাউন্ড বক্স ভাড়া করে আনেন। সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান বাজানোর কথা ছিল। অথচ তা না বাজিয়ে উচ্চ শব্দে বাজানো হয় হিন্দি গান। হিন্দি গান বাজানোর ১৬ সেকেন্ডের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনার ঝড় বইছে।

এদিকে এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা।

জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমা‌রেশ বাছাড় ব‌লেন, ‘হি‌ন্দি গান বাজার বিষ‌য়ে আমি কিছু জা‌নি না। আমি স্কুলে আসার পর থে‌কে সাউন্ড বক্সে দে‌শের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা সারাবাংলাকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের গর্হিত কাজ মোটেও কাম্য নয়। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।’

কমিটির আহ্বায়ক হলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন। আর সদস্য হলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. চঞ্চল মাহমুদ।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশক্রমে আমরা কাজ করবো। বিষয়টির সুষ্ঠ তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

জঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কল্লোল বসু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওই এলাকা থেকে আমাকে ফোন দিয়েছিল। আমি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও জঙ্গল ইউনিয়নের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাসকে ফোন দিয়েছিলাম। তিনি কোন উত্তর না দিয়ে পরিষদে এসে কথা বলবেন বলে আমাকে জানান। তবে আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি।’

সারাবাংলা/এমও

টপ নিউজ তদন্ত কমিটি শোক দিবস হিন্দি গান

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর