Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানটেক সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
১৫ আগস্ট ২০২২ ২০:০২

ঢাকা: রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) কলেজের স্বাধীনতা মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী ও শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাফফিলের আয়োজন করা হয়। এছাড়া অন্যান্য অনুষ্ঠান সূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ‘বাংলাদেশের হৃদয় হতে’ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকায় দেয়াল পত্রিকা উন্মোচন ও বৃক্ষরোপন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাসানটেক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদা খাতুন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আতিয়া খন্দকার।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। ১৫ আগস্ট যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ওপর ঘাতকদের বুলেট ছুটে আসবে তা কোনো কল্পকাহিনিতেও ভাবা সম্ভব নয়। আজ এত বছর পরও তা ভাবা অসম্ভব হয়ে দাঁড়ায়। শেখ মুজিবের প্রেরণা, মুক্তিযুদ্ধের প্রেরণা বাংলাদেশের সব সংকটের রক্ষাকবচ হয়ে আছে।

তারা আরও বলেন, প্রিয় পিতা, ঘাতক জল্লাদরা আপনাকে হত্যা করেছে ঠিকই, কিন্তু বাঙালি জাতির হৃদয়ের আসন থেকে আপনাকে কি সরাতে পেরেছে? পারেনি। আপনি অমর-অক্ষয়-অবিনশ্বর। ছড়া-কবিতা-গান, শিল্প-কাব্য-সাহিত্য, চিন্তা-চেতনা-আদর্শ, পরিবার-সমাজ এমনকি রাষ্ট্র- বঙ্গবন্ধু, কোথায় নেই আপনি? ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যতদিন, যতবার লেখা হবে, পড়া হবে, ততদিন, ততবার বঙ্গবন্ধু বারবার আমাদের মাঝে ফিরে আসবেন।

বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠানে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট : একটি দার্শনিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বজলুর রহমান রফিক। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন- সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক তামান্না সুলতানা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কমিটির আহ্বায়ক নূপুর দত্ত।

সারাবাংলা/পিটিএম

জাতীয় শোক দিবস ভাসানটেক সরকারি কলেজ

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর