‘বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি’
১৫ আগস্ট ২০২২ ২০:২৬
রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তবে তার আদর্শকে হত্যা করতে পারেনি।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আজ থেকে ৪৭ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পুরো জীবনটাই সংগ্রামের। ভারত-পাকিস্থান যেদিন ভাগ হয়েছিল, সেদিনই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, পাকিস্তান বাঙালিরদের জন্য নয়। আমাদের প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন, দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি। সে কাজটি করতে পারেননি তিনি। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ২১ বছর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে উন্নতি করছেন। দেশ আজ শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘সারাবিশ্বে এখন অর্থনৈতিক অস্থিরতা চলছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পণ্যের দাম বেড়েছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল, গ্যাস, চাল ইত্যাদির দাম বেড়েছে। এই পরিস্থতির সুযোগ নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে। সাশ্রয়ী হয়ে আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আশা করা যায় আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতা বিরোধীরাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথ রুদ্ধ করে দেয়।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামী দিনে সুন্দর একটি সমাজ গঠনে বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ অনুসরণ করে উত্তর জনপদের মানুষকে পথ দেখাবে। খালিদ মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে উত্তর জনপদের নেতৃত্বের সিংহভাগে থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।’
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রংপুর জিলা স্কুল হতে শুরু হয়ে টাউন হল, রংপুরে শেষ হয়। র্যালিতে অংশ নেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, মহানগর পুলিশের কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরা, বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এছাও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্টে নির্মমভাবে নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সারাবাংলা/পিটিএম
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু