Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় গার্ডার পড়ে ৫ জনের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ২১:৪০

ঢাকা: রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের চাপায় একটি প্রাইভেটকারের ৫ যাত্রীর নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার আড়ং শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১)।

হতাহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, বর হৃদয়ের বাবা নিহত রুবেল হোসেন গাড়ি চালাচ্ছিলেন। নিহত ফাহিমা কনে রিয়া মনির মা। এছাড়াও নিহত ঝরনা হৃদয়ের খালা। শিশু দুটির মা ঝরনা।

ঢাকা উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন সারাবাংলাকে বলেন, ‘আহত দুইজনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আশঙ্কামুক্ত।’

তিনি বলেন, ‌‘ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেটকারের ওপরে পড়ে।’

জানা গেছে, নবদম্পতি হৃদয় ও রিয়া মনির বিয়ে হয় গত শনিবার। ঢাকায় সেই বিয়ের অনুষ্ঠান শেষে তারা আশুলিয়া ফিরছিলেন।

সারাবাংলা/এনআর/এএম

উত্তরায় গার্ডার বাস র‌্যাপিড ট্রানজিট

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর