Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৮৯ লাখ টাকার সোনাসহ প্রবাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ২২:৩৭

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহ আলম নামে এক প্রবাসীকে ৮৯ লাখ (১ কেজি ২১৬ গ্রাম) টাকার সোনাসহ আটক করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মো রিয়াজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরো বিমানবন্দরে কড়া নজরদারি রাখা হয়। যাত্রী শাহ আলম সকালে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৪ ফ্লাইটে শারজাহ থেকে ঢাকায় আসেন। যাত্রী বোর্ডিং ব্রিজের সামনে এলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। শাহ আলম নিজের সঙ্গে সোনা থাকার কথাটি প্রথমে অস্বীকার করেন। এর পর তাকে কাস্টম জোনে এনে সব সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে সাতটি সোনার বার, সোনার চুড়ি ও কানের দুল পাওয়া যায়। যার মোট ওজন ১ কেজি ২১৬ গ্রাম। বাজারমূল্য প্রায় ৮৯ লাখ টাকা।

রিয়াজুল ইসলাম আরও জানান, যাত্রী শাহ আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে কাস্টমস আইনেও মামলা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

প্রবাসী আটক সোনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর