Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিমিয়ায় গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২২ ১৬:২৭

ঢাকা: রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ক্রিমিয়ার উত্তরাঞ্চলের ঝানকোই এলাকায় একটি অস্থায়ী গোলাবারুদ ডিপোতে আগুনের সূত্রপাত হয়। একটি বিদ্যুৎ সাবস্টেশনেও আগুন লাগে। শক্তিশালী বিস্ফোরণের পর উত্তর-পূর্ব ক্রিমিয়ার মায়স্কয় গ্রামের বাসিন্দাদের সরে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

আরটির খবরে বলা হয়, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে সেখানে প্রায় ২ হাজার বাসিন্দার বসবাস। এই মাসের শুরু থেকে ক্রিমিয়ান উপদ্বীপে এই প্রকৃতির দ্বিতীয় ঘটনা এটি। এর আগে, গত সপ্তাহে নভোফেডোরোভকা রিসোর্ট শহরে অবস্থিত সাকি সামরিক বিমানঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে একজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হন। কী কারণে এসব ঘটনা ঘটছে তা জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ঘটনাগুলোকে ‘নিরস্ত্রীকরণের জন্য কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন। বিস্ফোরণগুলো দুর্ঘটনাবশত হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর