গার্ডার দুর্ঘটনা: ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ছিল, থানায় মামলা
১৬ আগস্ট ২০২২ ১৬:৩০
ঢাকা: রাজধানীর উত্তরার জসীমউদ্দিন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচ জন নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে তদন্ত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শোক দিবসের ছুটি থাকার পরও অনুমতি না নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি। এ সময় সড়কে যান চলাচল রোধে কোনো ব্যবস্থা রাখা হয়নি। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না রেখেই ক্রেন দিয়ে গার্ডার এক জায়গা থেকে আরেক কায়গায় নেওয়া হচ্ছিল। একই সময় সকল প্রকার যানহাবন পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছিল। ফলে গার্ডার ক্রেনসহ একটি প্রাইভেটকারের ওপর পড়ে।
এদিকে, অবহেলা ও গাফলতির অভিযোগ এনে ক্রেনচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত বিআরটি’র সবধরনের কাজ বন্ধ রাখতে বলেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে গাফলতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।
সারাবাংলা/ইউজে/পিটিএম