Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্ডার দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সড়ক সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ১৯:৪২

ঢাকা: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট ( বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে প্রাইভেট কারের উপরে গার্ডার পড়ে নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেছেন, ওই দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সড়ক সচিব বলেন, ‘ছুটির দিনে ঠিকাদারের কাজ করার কথা না। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই তারা কাজ করছিল। এভাবে উন্মুক্তভাবে কাজ করার কোনো সুযোগ নেই। নিয়মানুযায়ী কাজ করতে হলে একদিন আগে তারা ওয়ার্ক প্ল্যান দেবে, তাদের কতজন লোক থাকবে, কতগুলো ক্রেন লাগানো হবে, সেগুলো ঠিক আছে কিনা, তা পুলিশকে তথ্য দেবে।’ তিনি বলেন, ‘এসব তথ্য না দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান সোমবার (১৫ আগস্ট) কাজ চালু রেখেছিল।’

ঠিকাদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে সে প্রশ্নের জবাবে আমিন উল্লাহ নুরী বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী জরিমানা করা হয়। সেখানে কাজের টার্মিনেট করা হয় এবং তারা যেন আর কোনো কাজ না করতে পারে সেজন্য কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে।’

তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন আসার পরেই সিদ্ধান্ত নিতে পারব। এত বড় দুর্ঘটনার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। শুধু জরিমানা করে বিষয়টি শেষ করা যাবে না। তাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট ( বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে প্রাইভেটকারের ওপরে গার্ডার পরে সোমবার পাঁচ জন নিহত হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

গার্ডার দুর্ঘটনা সড়ক সচিব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর