Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকা থেকে ভিন্ন: আইএমএফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ০৮:৪১

ঢাকা: বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকা থেকে ভিন্ন। দেশটির ঋণখেলাপির পথে যাওয়ার ঝুঁকিও কম। শ্রীলংকার সঙ্গে বাংলাদেশকে কোনোভাবেই মেলানো যাবে না। এ অঞ্চলের বিভিন্ন দেশ থেকে বাহ্যিক অবস্থান খুব আলাদা, যার সুফল পায় বাংলাদেশ।’

গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এক অনলাইন সভায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে আইএমএফ’র এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিভিশন চিফ রাহুল আনন্দ এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই বরং বিদেশি ঋণের ক্ষেত্রে এ অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় বেশ ভিন্ন অবস্থানে রয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক অল্প, যা জিডিপির ১৪ শতাংশের মতো।’

আইএমএফ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত জানিয়ে রাহুল আনন্দ বলেন, ‘নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন।’

বাংলাদেশের রিজার্ভ প্রসঙ্গে রাহুল বলেন, ‘দেশটি সম্প্রতি কয়েক দফা মুদ্রার অবমূল্যায়নের সম্মুখীন হয়েছে। তবে রিজার্ভ কমে গেলেও চার থেকে পাঁচ মাসের সম্ভাব্য আমদানি কভার করার মতো মজুত এখনো দেশটির রয়েছে, যা যথেষ্ট বেশি।’

সারাবাংলা/জিএস/এনএস

আইএমএফ টপ নিউজ বাংলাদেশ শ্রীলংকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর