রাঙামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নাইল্লাছড়ি এলাকায় কলা বোঝাই জিপ উল্টে দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে কলা বোঝাই জিপটি ইউনিয়নের নাইল্লাছড়ি এলাকায় উল্টে গেলে এক কলা ব্যবসায়ী ও এক শ্রমিক মারা যান। তবে তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ইউএনও রুমানা আক্তার জানান, কলা বোঝাই জিপটি সাজেক থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে নাইল্লাছড়ি এলাকায় জিপটি উল্টে স্থানীয় এক কলা ব্যবসায়ী ও এক শ্রমিক মারা যায়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।