গাইবান্ধা: গোবিন্দগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় মজিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাইয়াগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদুল উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র। পুলিশ সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ হোসেন জানান, মজিুদল ইসলাম তার জমির কচু বিক্রির জন্য গোবিন্দগঞ্জের পাইকারি বাজারে আসছিল। এ সময় হঠাৎ তাকে বহনকারী রিকশাভ্যানের এক্সেল ভেঙে ভ্যানটি উল্টে যায়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে দিনাপুরমুখী ট্রাক মজিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।