Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রে নিখোঁজের ৩ দিন পর পর্যটকদের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৫:৩৯

কক্সবাজার: সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর পর্যটকের লাশ উদ্ধার হয়েছে। জেট স্কির চলমান তল্লাশিতে বুধবার (১৭ আগস্ট) দুপুরে লাবণী-সুগন্ধার মাঝামাঝি পয়েন্টের সাগর থেকে মারুফ নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত সোমবার (১৫ আগস্ট) দুপুরে কলাতলীর ডিভাইন পয়েন্টে সাগরে গোসল করতে নিখোঁজ হয়েছিলেন মারুফ। তিনি গাজীপুর জেলার কাপাসিয়ার বাসিন্দা।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, নিখোঁজের পর থেকে পর্যটক মারুফের খোঁজে রাতদিন তল্লাশি চালানো হয়। এ পরিস্থিতিতে বুধবার সকাল থেকে জেট স্কি দিয়ে সাগরের অনেকটা গভীরেও তল্লাশি করা হয়। এক পর্যায়ে সাগরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পাওয়া যায়।

উদ্ধারের পর মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়। নিহতের স্বজনেরা জানিয়েছেন এই মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি।

সি সেফ লাইভ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, গত সোমাবর দুপুরে তিন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামে। এক পর্যায়ে তিন বন্ধু সাগরে তলিয়ে যায়। তবে একজন কোনোভাবে কূলে ফিরে আসলেও দুইজন ভেসে যায়। খবর পেয়ে অদূরে থাকা লাইফ গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। তবে মারুফের সন্ধান পায়নি। পরে আজ তার লাশ পাওয়া গেছে।

সারাবাংলা/এনএস

কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর