Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বিএনপির সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৯:০৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ ২২:১৪

ঢাকা: ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফিক শাখার প্রধান ররি মুনগোবেনেরসঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ররি মুনগোবেনের সঙ্গে দেখা করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে দলের মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস।

৫০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে এসে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের কাছে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ব্যাখ্যা করেছি যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময় এসেছে। আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন সময়।’

বিজ্ঞাপন

হাইকমিশনার কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিডব্যাক দেবেন না আমাদের। আপনাদের সঙ্গে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সংবাদ সম্মেলন আছে বিকেলে, সেখানে হয়তো বলবেন।’

শ্যামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা (গণমাধ্যমের সাংবাদিক) যেভাবে দেখেন বিএনপি সেভাবেই দেখে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারাও জানেন, সকলে জানে।’

সারাবাংলা/এজেড/আইই

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর