Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের সুপারিশ

স্পেশাল করসেপন্ডন্টে
১৭ আগস্ট ২০২২ ২২:৫৫

ঢাকা: বহু কাঙ্খিত পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধির সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ড্রেজিংসহ ইতোমধ্যে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো. মজাহারুল হক প্রধান ও এম আব্দুল লতিফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, বৈঠকে মোংলা বন্দর কর্র্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের প্রধান মো. জহিরুল হকের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে মোংলা বন্দরের ব্যবহার কয়েকগুণ বেড়ে যাবে এই সম্ভাবনাকে সামনে রেখে বন্দরের উন্নয়নে ৮টি প্রকল্প চলমান রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা ও ঢাকার আশপাশের আমদানি-রফতানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস সামগ্রী মোংলা বন্দরের মাধ্যমে সহজে পরিবাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মোংলা বন্দরের মাধ্যমে ১৭টি গার্মেন্টস প্রতিষ্ঠান ও ২৭টি টিইউজ মালামাল পোল্যান্ডে রফতানি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ১৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন। ওই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে মোংলা বন্দর দিয়ে প্রতি বছর কমপক্ষে ৪৫ লাখ মেট্রিক টন কয়লা আমদানি হবে। এছাড়া মোংলা বন্দর এলাকায় বাংলাদেশ-ভারত যৌথভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। সেটা হলে এই বন্দরের মাধ্যমে নতুন নতুন পণ্য আমদানি-রফতানি হবে। এতে বন্দরের ব্যবহার বহুগুণ বেড়ে যাবে। যা বন্দরের সার্বিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা শেষে প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। পদ্মা সেতুকে ঘিরে সৃষ্ট সম্ভাবনাকে কাজ লাগাতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের জন্য বলা হয়েছে। অদূর ভবিষ্যতে মোংলা বন্দরের সীমানা সম্প্রসারণ বিষয়ে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে। এছাড়া বৈঠকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী দূষণ প্রতিরোধে মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

নৌ পরিবহন মন্ত্রণালয় মোংলা বন্দর সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর