Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালে এসি বিস্ফোরণ, আতঙ্কে রোগীদের ছুটোছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৩:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসি’তে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও হাসপাতালে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা ছুটোছুটি করে ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ২য় তলার ২১২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভর্তি মিম নামে এক নারীর স্বামী শফিক আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাইনি ওয়ার্ডের অবজারভেশন-২ এর বারান্দায় এসির আউটডোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌঁড়ে বাইরে বের হয়ে যান রোগী ও স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ২১২ নম্বর ওয়ার্ডের এসির আউটলেট সামান্য বৈদ্যুতিক গোলাযোগ হয়েছে। এই কারণে ওয়ার্ডে থাকার রোগীরা ভয় পেয়েছে। ফায়ার সার্ভিস এসেছে এখন কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম জানান, এসির কম্প্রেসার মেশিনে বিস্ফোরণের কারণে ধোঁয়া উঠেছিল। পরে ফায়ার সার্ভিস ও হাসপাতাল পরিচালক এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

সারাবাংলা/এসএসআর/এমও

এসি বিস্ফোরণ টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক হাসপাতাল রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর