Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় হানিফ বাসের চাপায় এক জনের মৃত্যু, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৪:০০

বগুড়া: শেরপুরের মহাসড়কের শাহ বন্দেগি ইউনিয়নে হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাসের চাপায় মোটরসাইকেল ২ জন ও সিএনজির ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাগরদিঘী ইউনিয়নের প্রতাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মারুফা আক্তার (২২) ও সিএনজির ড্রাইভার আব্দুস সবুর (৩৫)। হতাহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা হানিফ কোচ (ঢাকা মেট্রো-ব ১৪ ৪৭৫৩) হামছায়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে প্রথমে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আবার সিএনজিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী ও সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এমও

এক জনের মৃত্যু বগুড়া হানিফ পরিবহন হানিফ বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর