Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালে মাদক মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৪:১৪

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাদক মামলার আসামি সিদ্দিক আহমেদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন গতকাল বুধবার রাত ৯টার দিকে সিদ্দিক আহমেদকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) হাসপাতাল সূত্রে জানা যায়, সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হিলা ৬ নম্বর ওয়ার্ড, উলুচামারী গ্রামে। বাবার নাম মৃত কালা মিয়া।

উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, রমনা থানার মাদক মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হলে সেখানে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পরেন। পরে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।

সারাবাংলা/এসএসআর/এমও

আসামির মৃত্যু ঢামেক হাসপাতাল মাদক মামলা সিএমএম কোর্ট