মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
১৮ আগস্ট ২০২২ ১৪:১২
ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সঞ্জয় দাস (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে মিরপুর শহীদ জিয়া কলেজের পিছনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।
সঞ্জয়ের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দুর্গাপুর গ্রামে। বর্তমানে মিরপুর এলাকাতেই থাকতেন।
হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী অতুল চন্দ্র দাস জানান, দিনমজুর হিসেবে বালু উঠানো নামানোর কাজ করেন তারা। আজ সকাল থেকে তারা শহীদ জিয়া কলেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় মাথায় করে বালু উঠাচ্ছিলেন। এমন সময় চারতলায় পাশ থেকে সঞ্জয় উঁকি দিয়ে ভবনের নিচে দেখছিলেন আর কি পরিমাণ বালু রয়েছে। তখন পাশের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ লেগে নিচে পড়ে যান। আহত সঞ্জয়কে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ