Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৭:০৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়ার রহমান শেখ (৭৫) নামে এক মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু হয়েছে। তিনি খুলনা বটিয়াঘাটার মানবতাবিরোধী  অপরাধ মামলার আসামি ছিলেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যায়।

ঢাকা কেন্দ্রীয় কারগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, গত ১২ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। মৃত ব্যক্তির বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা, সুন্দরমাহাল গ্রামে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

আসামির মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক হাসপাতাল মানবতাবিরোধী অপরাধ মামলা