২ দফা বৈঠকের পরও পূরণ হয়নি দাবি, চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ১৯:০৩
১৮ আগস্ট ২০২২ ১৯:০৩
সিলেট: দুই দফা বৈঠকের পরও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থানে চা শ্রমিকরা। ফলে চা বাগানের অচলাবস্থার নিরসন হয়নি।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সিলেটসহ দেশের বিভিন্নস্থানে কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। কর্মবিরতি চলাকালে কাজে যোগ দেননি সিলেটের চা শ্রমিকরা। এদিন সকালেও বিভিন্ন চা বাগানের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।
চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে গতকাল শ্রম অধিদফতরের মহাপরিচালকের বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। আগামী ২৩ আগস্ট ঢাকায় শ্রম অধিদফতরে চা বাগান মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দাবি-দাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
এদিকে চা শ্রমিকরা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত ছাড়া কর্মবিরতি প্রত্যাহার না করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। তারা জানান, আলোচনা ও কর্মবিরতি একযোগে চলবে।
সারাবাংলা/এমও