Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশের পেটে মিলল ৫০ পিস ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ২০:৪৮

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিবি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছিদ্দিক আহমেদের (৬২) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার পেটে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। তবে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ছিদ্দিকের কোনো স্বজন মর্গে আসেনি।

ছিদ্দিক আহমেদ মাদক মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী মঞ্জুরি তন্নী।

মর্গ সূত্রে জানা যায়, ময়নাতদন্তকালে তার পেট থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। প্রথম পলিথিনে ছিল ৩৫ পিস। আর পরের পলিথিনে ছিল ১৫ পিস। বাকি ১৫ পিস ইয়াবা অর্ধগলিত ছিল।

এর আগে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

সেখানে উল্লেখ করা হয়, মাদক মামলার গ্রেফতার হওয়া ছিদ্দিককে গতকাল বুধবার দুপুরে সিএমএম কোর্টে নেওয়ার পথে তিনি পেটে ব্যথ্যা অনুভব করেন। তখন তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায় ডিবি পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আবার কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে ফের ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ছিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় হ্নিলা ইউনিয়নের উলু চামারী গ্রামে।

সারাবাংলা/এসএসআর/একে

ইয়াবা ইয়াবা জব্দ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর