Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ২৩:১৬

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত কিশোর আমাদের স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।’

স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায়ই বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সে স্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল বলেন, এ বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

পুকুরে ডুবে মৃত্যু স্কুলছাত্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর