Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাসভবনে সিবিআইয়ের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২ ১০:৩৫

মণীশ সিসোদিয়া, ছবি: এনডিটিভি

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা ও রাজধানী দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনের তল্লাশি চালিয়ে দেশটির গোয়েন্দা ও তদন্ত সংস্থা সিবিআই। এছাড়াও রাজধানীর আরও ২০টি জাগায় অভিযান চালিয়ে সংস্থাটি। শুক্রবার (১৯ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়। খবর এনডিটিভি।

এক টুইট বার্তা তল্লাশির কথা জানিয়ে মণীশ সিসোদিয়া বলেছেন, ‘সিবিআই এখানে আমার বাসভবনে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না।’

বিজ্ঞাপন

দিল্লির আবগারি নীতিতে কথিত অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

সিবিআইয়ের তল্লাশির পর মণীশ সিসোদিয়া বলেন, ‘তার এবং দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এই লোকেরা (মোদি সরকার) দিল্লির শিক্ষা এবং স্বাস্থ্যের দুর্দান্ত কাজ দেখে বিরক্ত। তাই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে যাতে শিক্ষা ও স্বাস্থ্যের ভাল কাজ বন্ধ করা যায়… আদালতে সত্য বেরিয়ে আসবে।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ দিল্লি ভারত মণীশ সিসোদিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর