Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের আগেই ইউক্রেন থেকে শস্য রফতানি বাড়াবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২ ১২:০৬

বাম থেকে এরদোগান, জেলেনস্কি এবং গুতেরেস, ছবি: বিবিসি

শীত মৌসুমের আগেই ইউক্রেন থেকে খাদ্য শস্যের রফতানি জোরদার করতে চায় জাতিসংঘ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ কথা বলেন। খবর বিবিসি ও এএফপি।

ইউক্রেনের লভিভ শহরে গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশটির জাপোরিঝিয়াতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর সম্ভাব্য যেকোনো ক্ষতি আত্মহত্যার সামিল বলেও সতর্ক করেন জাতিসংঘের মহাসচিব।

বিজ্ঞাপন

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির প্রশংসা করে গুতেরেস বলেন, ‘আসন্ন শীতের আগেই ইউক্রেন থেকে খাদ্য শস্য রফতানির ক্ষেত্রে আমাদের অভিযান জোরদারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

এ সময় জাপোরিঝিয়া প্ল্যান্টে ‘আরেকটি চেরনোবিল’ বিপর্যয়ের বিপদ সম্পর্কে উপস্থিত সাংবাদিকের কাছে উদ্বেগ প্রকাশ করেন এরদোগান ও  গুতেরেস।

গত এপ্রিলের পর এটিই ইক্রেনের  প্রেসিডেন্ট জেলেনস্কি ও মহাসচিব গুতেরেসের প্রথম বৈঠক। এর আগে দেশটিতে রকেট হামলার পর তাদের মধ্যে কথা হয়েছিল।

সারাবাংলা/এএম/এনএস

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর