Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে কয়েল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ২৩:৫৭

ভৈরব: ভৈরবে একটি কয়েল কারখানায় ডায়ার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে কারখানার ৪ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকালে শহরের পঞ্চবটি এলাকায় কয়েল কারাখানায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, কারখানার কয়েল শুকানোর ডায়ার অতিরিক্ত গরমে বিস্ফোরিত হয়। এতে কারখানার ৪ শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দ্বীন ইসলাম, মাসুম ও শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা সার্জারি ও বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এছাড়া সাকিব মিয়াকে স্থানীয় আল-শেফা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহত শ্রমিক সাকিব ও শরীফ জানান, তারা কারখানার ভিতর কাজ করছিলেন। হঠাৎ করে বিকাল সাড়ে ৫টার দিকে ডায়ার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ভৈরব ফায়ার স্টেশন অফিসার মকবুল হোসেন জানান, আগুনের খবর পেয়ে প্রথমে ভৈরববাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও একটি ইউনিট যোগ দিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে, ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো যাবে।

সারাবাংলা/এমও

কয়েল কারখানা দগ্ধ ৪ বিস্ফোরণ ভৈরব শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর