Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২২ ১২:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই আরও জানান, ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারিতে থাকতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে অবসরে ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

টপ নিউজ সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর