ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় রূপায়ন সিটির নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে নিচে পড়ে কাজল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে তুরাগ নলভোগ খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে। মূমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকাল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কাজল ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার খিরাইচন্ডি গ্রামের আব্দুল জলিলের ছেলে। বর্তমানে সে ওই নির্মাণাধীন ভবনেই থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।
মৃত কাজলের সহকর্মী মো. সনি জানান, তারা নলভোগে রূপায়ন সিটির নির্মাণাধীন ভবনে কাজ করছিল। কাজল ভবনের আটতলায় দেয়াল প্লাস্টারের কাজ করছিল। সেখান থেকেই নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।