ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক ১
২০ আগস্ট ২০২২ ২০:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২০ আগস্ট) ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ১২০ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীর রোল ২২৮১২২ ও এপ্লিকেশন আইডি ৭২৮১০৫। প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরীক্ষার হলে ওএমআর ফরম দেওয়ার পরে প্রশ্নপত্র দেওয়ার আগে তার কাছে মোবাইল পাওয়া গেছে। ইংরেজি প্রশ্নপত্র সমাধান করে দিতে তার বন্ধুকে অনুরোধ করে। কিন্তু সে প্রশ্ন দেওয়ার আগে ধরা পড়েছে। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না- সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো চক্র জড়িত নেই বলে জানতে পারছি। তবে অসদুপায় অবলম্বন করার চেষ্টার কথা স্বীকার করছে সে।’
শনিবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত ১ম শিফট ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ২য় শিফটের কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/সিসি/এনএস