Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
২১ আগস্ট ২০২২ ২১:৪৫

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ছবুরন নেছা (১১০) ও মাইশা খাতুন (৪)।

রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতিনামারী গ্রামের একটি পুকুরে পড়ে ছবুরন নেছার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত ভেদা শেখের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল। তিনি স্বজনদের বরাত দিয়ে জানান, রোববার সকালে ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলের বাড়ি যাওয়ার পথে মেছের আলীর পুকুর পাড়ে পা পিছলে পানিতে পড়ে যান ছবুরন নেছা। পরে আশপাশের লোকজন এসে পুকুরের পানি থেকে ছবুরনের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, রোববার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (মাদ্রাসার পাড়) গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে মাইশা খাতুনের (৪) মৃত্যু হয়। সে ওই গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খেলার সময় পুকুরের পানিতে পড়ে মাইশা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এমও

পানিতে ডুবে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর