Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় ৮টা থেকে বিকেল ৩টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৫:৪৯ | আপডেট: ২২ আগস্ট ২০২২ ১৬:৫৭

ঢাকা: সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ১ সেপ্টেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সব ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট ৮টায় বন্ধ করার নির্দেশনা দিয়েছে সিটি করপোরেশন। সেই অনুযায়ী হোটেল-রেস্তোরাঁ, আর সিনেমা হল বন্ধ করতে বলা হয়েছে রাত ১১টার মধ্যে। এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সিটি করপোরেশন।

আমন সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে জুলাই মাসের ৭ তারিখ থেকে সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

জ্বালানি টপ নিউজ বিদ্যুৎ সাশ্রয় মন্ত্রিপরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর