দুদকের মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই
২২ আগস্ট ২০২২ ১৬:৩২
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। ফলে তার কারামুক্তিতে আর বাধা রইল না।
সোমবার (২২ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এই আদেশ দেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী এহেসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে সম্রাটের সার্বিক দিক বিবেচনা করে দুই শর্তে জামিনের আদেশ দেন। শর্ত দু’টি হলো- পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না। এছাড়াও তার বৈধ পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।
বিচারক আদেশ দেওয়ার আগে বলেন, ‘সম্রাট দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। হাইকোর্টের আদেশ ও অসুস্থার দাখিলকৃত রিপোর্টসহ সার্বিক দিক বিবেচনা করেন দু’টি শর্তে তাকে জামিন দেওয়া হলো।’
এর আগে, আজ সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে সম্রাটকে আদালতে হাজির করে কারাকর্তৃপক্ষ। এরপর ১১টার সময় বিচারিক কার্যক্রম শুরু হয়। শুনানির শুরুতেই চার্জশুনানি পেছাতে সম্রাটের পক্ষে সময় আবেদন করেন আইনজীবী এহেসানুল হক সমাজী। সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত ১১ মে একই আদালত তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেন। ১৬ মে দুদক সম্রাটের জামিন বাতিলের আবেদন করে উচ্চ আদালতে। ১৮ মে হাইকোর্ট বেঞ্চ তার জামিন বাতিল করে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। গত ২৪ মে আত্মসমর্পণ করে জামিন চান সম্রাট। আদালত ওই দিন জামিম না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি। তবে দুদকের মামলায় কারাগারে ছিলেন।
জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম
সারাবাংলা/এআই/পিটিএম