Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীগ্রামে বালু ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৭:৫২

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আখের আলী (৩০) নামে এক বালু ব্যবসায়ী খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর রাস্তার পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রেখে যায়।

সোমবার (২২ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানা ওসি আমিনুল ইসলাম জানান, বগুড়া- নাটোর মহাসড়কের পাশের ওমরপুর হাট সংলগ্ন একটি ধানক্ষেতে সকালে তার লাশ পাওয়া যায়। তার মোটরসাইকেল, হেলমেট ও মোবাইল ফোন ঘটনাস্থলের পাশেই পড়েছিল। পুলিশের ধারণা তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

নিহত আখের আলী বগুড়া সদরের সাবগ্রাম চান্দুপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানান।

পারিবারিক সূত্র জানায়, তিনি সারাদিন বাড়ি ছিলেন। রোববার বিকালে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।

নন্দীগ্রাম থানা পুলিশ জানিয়েছে, সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুলিশের ধারণা বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর