ত্রিশালে মালেক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
২২ আগস্ট ২০২২ ২৩:৪৪
ময়মনসিংহ: ত্রিশালের চাঞ্চল্যকর মালেক হত্যা মামলার ত্রিশ বছর পর ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- ত্রিশালের দরিল্লা গ্রামের আলতাব আলী, মফিজ উদ্দিন, কিসমত আলী ও জিন্নাত আলী।
সোমবার (২২ আগস্ট) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯২ সালে পূর্ববিরোধের জের ধরে মালেককে কুপিয়ে খুন করে আসামিরা। এ ঘটনায় ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের হলে ঘটনার প্রায় ত্রিশ বছর পর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন বিচারক।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জিব সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত মালেকও একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এছাড়াও এই হত্যা মামলার আসামি এবং ভিকটিম পক্ষের মধ্যে একাধিক খুনের ঘটনায় পূর্ব বিরোধ ছিল।
যাবজ্জীবন কারাদণ্ড রায়ের সঙ্গে সব আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
সারাবাংলা/এমও