ঢাকা: দেশে তৃতীয়বারের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর । ইতোমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করেছে ভর্তি কমিটি। পরীক্ষায় মোট আবেদন করেছে ৭৯ হাজার ১৪৭ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কৃষিগুচ্ছ ভর্তি কমিটির দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো শহীদুর রশীদ ভূঁইয়া।
তিনি জানান, আটটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৫৩৯ টি। সেই হিসাবে কৃষিগুচ্ছের একটি আসনের জন্যে লড়বেন প্রায় ২৩ পরীক্ষার্থী।
আবেদনের ক্ষেত্রে বিগত বছরগুলোতে আবেদন করা ভর্তিচ্ছুদের মধ্যে আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেতেন। তবে এবার সিলেকশন পদ্ধতি বাতিল করেছে কর্তৃপক্ষ। এ বছর আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম ৮ দশমিক ৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছু পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এ বছর ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতোই রয়েছে। তবে এই গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।
আগের আসন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি।