Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১২:১৩

পটুয়াখালী: আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন দুমকিতে ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শহরে এ ধারা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সই করা আদেশে বলা হয় বলা হয়, ‘এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দুমকি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং, মিছিল ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুনবাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিএনপির একাংশ। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে বিএনপি, জামায়াতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এতে উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মিজানুর রহমান সিকদার বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিমুদ্দীন হাওলাদার বলেন, ‘১৪৪ ধারা জারি করায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, ‘একইসময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’

তিনি আরও বলেন, ‘কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।’

সারাবাংলা/এমও

১৪৪ ধারা আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর