Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৪:১১

ঢাকা: সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভায় আদালতের সময়সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, আজ ২৩ আগস্ট বিকেল ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

এর আগে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেন। এরপর সোমবার সন্ধ্যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন ঘোষণা করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর