Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি গঠনে কে কার নাম প্রস্তাব করেছে— সেই তথ্য না দেওয়ায় রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৮:৩৩

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কে কার নাম প্রস্তাব করেছে—সেই তথ্য না দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে তথ্য কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

কে কার নাম প্রস্তাব করেছে—এই তথ্য প্রদানযোগ্য নয় উল্লেখ করে গত ৭ জুন তথ্য কমিশন সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার বিশিষ্ট নাগরিক রিট করেন।

আইনজীবীরা জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি সুপারিশে গঠিত অনুসন্ধান কমিটির কাছে প্রস্তাবিত ব্যক্তিদের পূর্ণ তথ্যসহ কে কার নাম প্রস্তাব করেছে, সেসব তথ্য চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত ১৬ ফেব্রুয়ারি আবেদন করেন বদিউল আলম মজুমদার।

পরে এ বিষয়ে কোনো তথ্য সরবরাহ করার এখতিয়ার মন্ত্রিপরিষদ বিভাগের নেই জানিয়ে গত ১ মার্চ অপারগতা প্রকাশ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ বিভাগের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন বদিউল আলম মজুমদার। নির্ধারিত সময়ে এর জবাব না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করেন তিনি। তবে যে তথ্য চাওয়া হয়েছে, তা প্রদানযোগ্য নয় উল্লেখ করে গত ৭ জুন অভিযোগ খারিজ করে দেয় তথ্য কমিশন।

বিজ্ঞাপন

এ অবস্থায় তথ্য কমিশনের ৭ জুনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৩ জুন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার বিশিষ্ট নাগরিক হাইকোর্টে রিট করেন।

সারাবাংলা/কেআইএফ/এএম

ইসি গঠন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর