চাঁদপুরে ধষর্ণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড
২৩ আগস্ট ২০২২ ২০:২৯
চাঁদপুর: জেলায় রহিমা আক্তারকে ধর্ষণ শেষে হত্যার দায়ে চারজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে ৩০২/৩৪ ধারায় চারজনের মৃত্যদণ্ড, ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন। মৃত্যদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যান আসামিরা। ওই ঘটনার পরদিন নিহতের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করে পুলিশ।
পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আইনজীবী স্যাইয়েদুল ইসলাম বাবু।
সারাবাংলা/এনএস