Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোবাইকের চাপায় নিহত ওসি, চালকের সাজা ৩ বছর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ২১:৪৭

মানিকগঞ্জ: অটোবাইকের চাপায় মানিকগঞ্জ সদর থানার সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) আবু তাহের মিয়া নিহত হওয়ার ঘটনায় চালক আকতার হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন। এছাড়াও আকতারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিনি মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

আকতার হোসেন নরসিংদী সদর উপজেলার মাত্র গ্রামের মোহর আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় বসবাস করতেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩০ আগস্ট ভোরে শহরের খালপাড় এলাকায় আকতারের অটোবাইকের চাপায় গুরুতর আহত হন তৎকালীন ওসি তাহের। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে এ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই পুলিশ আকতারকে আটক করে। ঘটনার দিনই সদর থানার এসআই আশিষ কুমার মৈত্র বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে এই রায় দেন আদালত।

আসামি ১৮ মাস কারাভোগের পর জামিনে ছিলেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার এবং আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান এ মামলা পরিচালনা করেন।

সারাবাংলা/এনএস

মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর