Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৭:১৪

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫৩ জন। চলতি বছরে ২৪ ঘণ্টায় হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার পরিসংখ্যান এটি। চলতি মৌসুমে এক দিনে এত বেশি ডেঙ্গু রোগী এর আগে হাসপাতালে ভর্তি হয়নি।

এর আগে, ২২ আগস্ট দেশে ২৪ ঘণ্টায় ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে সারাদেশে মোট ৫১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকা মহানগরীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে রাজধানীতে এই হাসপাতালেই বর্তমানে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ ৯১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়।

এর মাঝে ৮৫০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। এর মাঝে শুধুমাত্র কক্সবাজারেই ভর্তি হয়েছে ৩৪ জন প্রতিবেদনে জানানো হয়, দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫১৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩০ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ৮৬।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯ জন। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। এর আগে, জুন মাসে এ মৌসুমে প্রথম কোনো ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। আর এ বছর যাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের। বাকি ১০ জনই কক্সবাজার জেলার।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৭৭২ জন। এর মাঝে সবচেয়ে বেশি দুই হাজার ১১২ জনই ভর্তি হয়েছেন আগস্ট মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন ও জুলাই মাসে এক হাজার ৫৭১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

প্রতিবছরের মতো এ বছরও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা ঢাকা শহরে মশা জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, রাজধানীতে গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি। জরিপের ফলাফল প্রকাশের পর জনস্বাস্থ্যবিদেরা বলেছিলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে।

পরিস্থিতি সম্পর্কে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘বছরের এই সময় ডেঙ্গুর প্রকোপ বাড়তে দেখা যায়। এর পাশাপাশি ডেঙ্গুর ৪টি ধরনের (ডেন–১, ডেন–২, ডেন–৩ ও ডেন–৪) মধ্যে ডেন–৪–এ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এর আগে এই ধরনে বেশি আক্রান্ত হতে দেখা যায়নি।’

সারাবাংলা/এসবি/

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর