‘ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে’
২৪ আগস্ট ২০২২ ১৬:৩৯
ঢাকা: ‘ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নয়, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে’- দলের অবস্থান এভাবেই পরিষ্কার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৪ আগস্ট) নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দলের অবস্থান পরিষ্কার করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন যেটা আছে, তাদের ব্যাপারে আমরা একটুও ইন্টারেস্টেড না। সুতরাং তারা কী করছে, কী বলছে, না বলছে, সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। সরকার যদি পরিবর্তন না হয়, সেখানে কোনো নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং আজকে সেটা প্রমাণ হয়েছে যে, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন।’
‘তারা (আওয়ামী লীগ) চেয়েছিল ৩০০ আসনে ইভিএম। তাদের সঙ্গে রফা করে নির্বাচন কমিশন দিয়েছে ১৫০ আসনে ইভিএম। আমরা পুরোপুরিভাবে এটাকে প্রত্যাখ্যান করছি’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপির দাবি খুব পরিষ্কার। বিএনপি দাবি- নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার। এ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সুতরাং আমরা যেটা দাবি করে এসেছি, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকারের তত্ত্বাবধানে যে নির্বাচন কমিশন গঠন হবে, সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে এবং ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা (ইভিএমে ভোটগ্রহণ) করে তারা দুইটা উদ্দেশ্য হাসিল করবে। প্রথমত এখান থেকে তারা ব্যবসা করবে, দ্বিতীয়ত কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় আসবে। এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছে, হচ্ছে। এমনকি জাতীয় পার্টিও বলছে- ‘ইভিএমে নিরপেক্ষ ভোট হবে না।’ সারা পৃথিবীতে ইভিএম বাতিল হয়েছে, আর আমাদের নির্বাচন কমিশন সেই ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার। আমাদের বক্তব্যও পরিষ্কার- ইভিএম নয়, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও মহিলা দলের হেলন জেরিন খান প্রমুখ।
সারাবাংলা/এজেড/এএম